কলমাকান্দায় কালভার্টের কাজ বন্ধ করল এলাকাবাসী

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৭:৪০ পিএম
কলমাকান্দায় কালভার্টের কাজ বন্ধ করল এলাকাবাসী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণাধীন একটি বক্স কালভার্টে নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের বাধার মুখে টানা দুই দিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

জানা গেছে, উপজেলার লেংগুরা ইউনিয়নের নাদান খালের ওপর প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করছে দুর্গাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান জুয়েল ট্রেডার্স। চলতি বছরের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই মান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

গোপালবাড়ি চেংগ্নী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের কাজ থমকে আছে। ঢালাইকৃত কাঠামোর বিভিন্ন স্থানে বালু ও পাথর বেরিয়ে এসেছে, কোনো অংশে সামান্য টান দিলেই হাতের সঙ্গে উঠে আসছে ঢালাই। এলাকাবাসীর অভিযোগ- সিমেন্ট কম ও বালু বেশি মিশিয়ে কাজ করায় কাঠামো দুর্বল হয়ে গেছে।

এ বিষয়ে গোপালবাড়ি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সভাপতি কমল দারিং বলেন, “নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় আমরা এলাকাবাসী মিলে বাধা দিয়েছি। এভাবে অনিয়ম করে কালভার্ট নির্মাণ করতে দেওয়া হবে না।”

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ পেয়ে খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত প্রকল্পের মান যাচাই ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন সরকারি অর্থে টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে