কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আজাদ খা কে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ডিসেম্বর ) সকালে উপজেলার বটতলা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, (৭অক্টোবর) করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০-৪০ জনকে। এ মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক আজাদ খান কে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় রাজিবপুর উপজেলা আ'লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।