গতকাল সোমাবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে দিন ব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাঠ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (প্রথম সংশোধীত) শীর্ষ প্রকল্পের আওতায় প্রশিক্ষনে ৭৫জন পাট চাষী অংশগ্রহন করে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাচুয়ালে বক্তব্য দেন মহাপরিচালক জিনাত আরা অতিরিক্ত সচিব, পাট অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার। বক্তব্য রাখেন, পাট উন্নয়ন কর্মকর্তা অনিস মালাকার, আঞ্চলিক কর্মকর্তা, পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও কাহারোল উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী প্রমুখ।