আগৈলঝাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আক্তারুজ্জামান

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৩:৫৯ পিএম
আগৈলঝাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আক্তারুজ্জামান

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচনি তফসিল অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন ২০২৫ ইং তারিখে। নির্বাচনি তফসিল অনুসারে মনোনয়ণপত্র বিতরণ শুরু হয়েছে ৫ মে সোমবার থেকে। প্রথম দিন নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়াম্যান পদে মনোনয়ণপত্র ক্রয় করলেন  উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবয় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আক্তারুজ্জামান। তার সাথে ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মাদ বখতিয়ার, যুগ্ম আহবায়ক  শামছুল হক খোকন সহ অনেকে।

সূত্রে জানা গেছে,  আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা সমবায় অফিসারে সভার সিদ্ধান্ত মোতাবেক আগৈলঝাড়ার কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়ে থাকে। নির্বাচনে  তারিখ নির্ধারন করা হয়েথাকে আগামী ২ জুন ২০২৫ ইং তারিখ। নির্বাচন পরিচালনা তিন সদস্য কমিটি করা হয়। ওই কমিটির সভাপতি আগৈলঝাড়া উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন, সদস্য জেলা অফিস তাঁত-তত্ত্বাবধায়ক আনোয়ার সাদাত মো. খান রাফিন ও আগৈলঝাড়া বিআরডিবি জুনিয়র অফিসার (হিসাব) মো.রেজাউল করিম।

নির্বাচন তফসিন অনুসারে, মনোনয়নপত্র বিতরণ ৫ মে থেকে ৬ মে পর্যন্ত, মনোনয়নপত্র ১২ মে, মনোনয়নপত্র বাছাই ১৪ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৫ মে, প্রর্তীক বরাদ্দ ২৬ মে ও ভোট গ্রহন ২ জুন ২০২৫ইং তারিখে। ভোটর সংখ্যা ১০৩ জন।