নাসিরনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১১ এএম
নাসিরনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন শাখার উদ্যোগে  কর্মী সম্মেলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।“ধর্ম,বর্ণ ভিন্ন মত,সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় তুল্লাপাড়া বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস কুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের  সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক  মুফতি মুহসিনুল হাসান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উপদেষ্ঠা হাফেজ হোসাইন আহমদ খান,মো: আবদুল কাদির,সহ-সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজান বিন আবদুল হক,মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ নুরপুরী,নাসিরনগর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আমীর আহমদ,বাংলাদেশ যুব মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মো: ফখরুদ্দিন বিশাল,বাংলাদেশ ছাত্র মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ফারুকী। সম্মেলনে মাওলানা মুস্তাক আহমেদ,হাফেজ এহসানুল হক,মাওলানা মাহবুবুর রহমান বায়তুল,মাওলানা মনিরুজ্জামান,মাওলানা আমান উল্লাহ,হাফেজ ইসমাইল,হাফেজ মাওলানা আবুল বাসার,মো: আলামিন,মো: মহসিনসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড  কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলেম-উলেমাসহ স্থানীয় বেশ কিছু ব্যক্তিবর্গ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন এবং যোগদানকৃতদের শপথ বাক্য পাঠক করানো হয়। সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্বরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড  কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে