গজারিয়ায় জমি বিক্রির টাকা চুরি, দিশেহারা হতদরিদ্র পরিবার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ মে, ২০২৫, ০৭:৩০ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৭:৩০ পিএম
গজারিয়ায় জমি বিক্রির টাকা চুরি, দিশেহারা হতদরিদ্র পরিবার

মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে চুরি,এই দিকে ঋনশোধ করতে জমি বিক্রির ৩,১০,০০০/(তিন লক্ষ দশ হাজার)টাকা চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হত দরিদ্র একটি পরিবার।

জানা যায়, সোমবার(০৫ মে)সকাল ১০.৫০ ঘটিকা থেকে ১১:২০ঘটিকার মধ্যে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামের হত দরিদ্র ওসমান গণি ও আমেনা বেগম দম্পত্তির ঘরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আমেনা বেগম বলেন, ছোট্ট মেয়েটি কান্নাকাটি করছিল তাই ঘরের দরজা চাপাইয়া রাখিয়া বাড়ীর সামনে দোকানে মালামাল ক্রয় করিতে যাই বাসায় আসিয়া দেখি আমার বাসার সকল জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং আমার বসত ঘরের স্টিলের সুকেশ এর ভিতরে জমি বিক্রির নগদ ৩,১০,০০০/-(তিন লক্ষ দশ হাজার) টাকা নাই। ঋন পরিশোধের জন্য জমি বিক্রি করেছি, সেই টাকা চুরি হয়ে গেল এখন কি করবো।

স্থানীয়'রা জানিয়েছে, গরিব মানুষ, টাকা চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন আমেনা,ওসমান গণি দম্পত্তি। এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,অভিযোগ পেয়েছি,আমরা গুরুত্বসহ কারে বিষয়টা দেখছি।

আপনার জেলার সংবাদ পড়তে