কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৮:০৬ পিএম
কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা

আগামী  ১০মে শহীদ সামাদ স্মৃতি ময়দানে কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫মে) বিকেল ৫ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারী ও সাতক্ষীরা-৩ আসনের পরিচালক মাহবুবুল আলম, জেলা বাইতুল মাল সেক্রেটারী ও সাতক্ষীরা-৪ আসনের পরিচালক অধ্যাপক মোজাম্মেল হক, শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ওলিউর রহমান প্রমুখ।

প্রস্তুতি সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্মপরিষদ সদস্যবৃন্দ,ছাত্র শিবিরের উপজেলা নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আগামী ১০ মে সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতির খোঁজখবর নেন এবং জরুরি দিক নির্দেশনা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে