চট্টগ্রামে সুন্নিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১০

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৮:০৭ পিএম
চট্টগ্রামে সুন্নিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১০

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সুন্নিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়  অবরোধ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে কিছু তরুণ-যুবককে লাঠিসোঁটা হাতে সুন্নিদের ধাওয়া দিতে দেখা যায়। সোমবার  সকাল সাড়ে ৯টায় নগরের মুরাদপুর, বহদ্দারহাট, একে খান, সল্টগোলা ক্রসিং, অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি শুরু করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্রসেনা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মুরাদপুরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টা ২০ থেকে সুন্নি জনতার ব্যানারে কয়েশ মানুষ মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মুরাদপুর সড়ক অবরোধ করেন। এতে তীব্র  যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু তারা মানতে চাননি। এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের পক্ষ নিয়ে একদল যুবক হাতে লাঠিসোঁটা নিয়ে সুন্নি জনতার উপর হামলা এবং ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১০ জনকে আটক করে। সামাজিক যোগযােগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ এবং হাতে লাঠিসোঁটা নিয়ে কিছু যুবক সুন্নিদের ধাওয়া দিচ্ছে।

এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের  বলেন, সকাল ৯টা থেকে ১০০-২০০ লোক সড়ক অবরোধ করেছেন। তাদের আমরা বোঝানোর চেষ্টা করেছি। ঘণ্টাখানেক বোঝানোর পরও তারা মানেনি। তারা রোড ব্লক করবেই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় আমরা ১০ জনকে আটক করেছি। সাধারণ মানুষ পুলিশের সাথে আছে।

আপনার জেলার সংবাদ পড়তে