বিরলে সাইকেল চোরকে গণধোলাই

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৮:১৬ পিএম
বিরলে সাইকেল চোরকে গণধোলাই

বিরলে এক বাইসাইকেল চোরকে গণধোলাই দেয়া হয়েছে। সংবাদপেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

সোমবার বিকেলে বিরল কাচারীবাজারে একটি ৩ তলা ভবনের ছাদঢালাই কাজের নির্মাণ শ্রমিক মোঃ লিসান আলীর একটি বাইসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা দিনাজপুর বালুবাড়ী মহারাজা মোড়ের আবিদুর রহমান এর ছেলে মোঃ ফিরোজ হোসেন কান্দু (৪০) কে আটক করে গণধোলাই প্রদান করে। সংবাদপেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বাইসাইকেল চোর ফিরোজ হোসেন কান্দুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আহত বাইসাইকেল চোর ফিরোজ হোসেন কান্দু জানান, বালুবাড়ীর মানিক নামের একজনের সাথে তিনি রংমিস্ত্রির কাজে বিরলে এসেছিলেন। দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি পাশের একটি সাইকেল নিয়ে যাওয়ার সময় তাকে চোর ভেবে গণধোলাই দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে