থানায় অভিযোগ দায়ের

টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ৫ মে, ২০২৫, ০৯:০৮ পিএম
storage/2025/may/05/news/3936818d466b0d23.jpg

গাজীপুরের টঙ্গী এলাকায় এক পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া, আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নিলুফার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন-টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া আদর্শ পাড়া এলাকার রজ্জব আলী মন্ডলের ছেলে ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুলহাস মন্ডল (৪০), রজ্জব আলী মন্ডলের ছেলে মুখলেছ মন্ডল (৩৭), বজলুর রহমানের ছেলে মোঃ রাতুল (২০), জিহাদসহ (১৮) আরও ২০/২৫ জনের সংঘবদ্ধ দল।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী নিলুফার তার দীর্ঘদিন যাবৎ বর্তমান ঠিকানায় পরিবার নিয়ে বসবাস করে আসছিল। বিবাদীগন বিভিন্ন সময় তাদের জমি অবৈধ ভাবে দখল করার পায়তারা করে আসছিল। ইতিপূর্বে বিবাদীগন একাধিক বার বাদী নিলুফার বাড়ীতে হাঙ্গা-দাঙ্গামা ও বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিল।

সর্বশেষ গত ৩ মে শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত বিবাদীগন সহ অজ্ঞাত নামা ২০/২৫ জন বিবাদী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী নিলুফারের বাসায় হামলা চালায়। বাদী নিলুফারের ছেলে ইমন (১৮) এবং স্বামী রায়হান (২৪)-কে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে তাদের এলোপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত করে।

এরপর হামলাকারীরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে, মূল্যবান মালামাল, স্বর্নালংকার, নগদ টাকা লুট করে এবং শেষমেশ আগুন লাগিয়ে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে চলে যায়।

আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, বালিশ, তোষকসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান বলেন, “আমরা সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছি। যারা এ কাজ করেছে, তারা আগে থেকেই আমাদের হুমকি দিয়ে আসছিল। আমরা থানায় অভিযোগ দিয়েছি, দ্রুত বিচার চাই।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে, সকল দিক বিবেচনা করে তদন্ত করা হবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে