সুজানগরে তাঁতীদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৬ মে, ২০২৫, ১২:২৬ পিএম
সুজানগরে তাঁতীদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সাধারণ সম্পাদক মীর মোঃ আরিফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলের প্রাথমিক সদস্য পদসহ সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৪ মে দলের গঠনতন্ত্র মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, মীর মোঃ আরিফ বেশ কিছুদিন ধরে দলীয় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি দলের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন। এ ব্যাপারে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই নোটিশের কোন জবাব না দিয়ে উপরন্ত্ত পাবনা জেলা কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পাশাপাশি সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এরই পেক্ষিতে গত ৪এপিল পাবনা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ বাহারুল বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন সাগরের স্বাক্ষরিত এক পত্রে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা। সুজানগর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে