গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৬ মে, ২০২৫, ০৪:২৪ পিএম | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৩:৩১ পিএম
গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার একটি কেন্দ্রে গতকাল মঙ্গলবার (৬ মে) সকালে ট্রেড-২ (২য় পত্র ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি পরীক্ষা চলাকালীন সময়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে গফরগাঁও মহিলা কলেজে কেন্দ্র পরিদর্শনে গেলে অসদুপায় অবলম্বনের বিষয়টি নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটি ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করে।

উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে