র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৪:১৩ পিএম
র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেপ্তার

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে র‌্যাব সদস্যরা গৌরনদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম, বানারীপাড়ার কচুয়া গ্রামের বাদশা ও আউয়ার গ্রামের ডালিম। সোমবার (৫ মে) দিবাগত রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৮ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে বানারীপাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে র‌্যাব-৮ এর আরেক অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে সোমবার (৫ মে) দিবাগত মধ্যরাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপের গতিরোধ করেন। এসময় পিকআপের মধ্যে থাকা কাঠের আলমিরার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপ চালকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, চাঁদপুরের প্রধানিয়া এলাকার নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম ওই গাঁজা বরিশালের বিক্রেতাদের কাছে পৌঁছে দিতে এসেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে