হালদা নদীর মাছের ডিম ও রেনু পোনার পরিমান নির্ণয় পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয় নদীতে ডিম ছাড়ার মৌসুমের গুরুত্বকে প্রধান্য দিয়ে আয়োজিত কর্মশালা সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীতে অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয়ের উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির
কো অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাউজান ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যথাক্রমে আলমগীর হোসেন আজাদী, মোঃ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ শামছিল আরেফিন, আইডিএফ এর মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ নুর সুজন, ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির শিক্ষার্থীবৃন্দ।