মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বার ধাক্কায় মুনতাসির জামান (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাসির জামান সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ছাতিয়ান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় বাসিন্দা জিয়ারুল ইসলাম ও তারিকুল ইসলাম স্বারক জানিয়েছেন, মাদ্রাসা ছাত্র মুনতাসির জামান বাইসাইকেল চালিয়ে সিন্দুরকোটা গ্রামের দিকে আসছিল এ সময় বামন্দী এলাকা থেকে ছেড়ে আসা স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বা তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।