নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৫:০৭ পিএম
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রীজপাড় এলাকা থেকে তাকে  আটক করা হয়। আটক সাইফুল ওই ইউনিয়নের বেকিকুড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রীজপাড় এলাকা দিয়ে ভারতীয় মদ পাচার করা হবে। এমন সংবাদে নালিতাবাড়ী থানার এসআই তালেবের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় একাশি কাঠের বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারিরা বস্তাভর্তি ভারতীয় মদ পাচার করছিল। পরে দুটি কাটুনে ভর্তি ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ সাইফুল ইসলামকে আটক  করা হয়। উদ্ধারকৃত ওই মদের দাম আনুমানিক ৯৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিস্তাররোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে