পুঠিয়ায় প্রতিবেশির লোহার রডের আঘাতে পল্লী চিকিৎসক নিহত

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী
| আপডেট: ৬ মে, ২০২৫, ০৭:২২ পিএম | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৫:৫৬ পিএম
পুঠিয়ায় প্রতিবেশির লোহার রডের আঘাতে পল্লী চিকিৎসক নিহত
পুঠিয়ায় প্রতিবেশির লোহার রডের আঘাতে শাহ আলী আহম্মেদ নীলু এক পল্লী চিকিৎসক মারা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা সদরের সাবরেজিষ্ট্রারের অফিসের পাশে কাঁঠাল বাড়িয়া শের পাড়ায় ২৬ এপ্রিল সন্ধ্যায় পল্লী চিকিৎসক শাহ আলী আহম্মেদ নীলু ডাক্তার এবং প্রতিবেশী লুৎফর রহমান ও তার জামাইয়ের সঙ্গে বাড়ির সামনে পানির লাইন দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ের মারামারির সৃষ্টি হয়। নিহতের স্ত্রী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জলি বেগম বলেন,লুৎফর রহমান তার জামাই মহন লোকজনকে ডেকে এনে তার স্বামীকে লোহার রড দিয়ে আঘাত করে। ওইদিন রামেক হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করা হয়।

সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে মারা যায়। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মারামারির ঘটনায় থানায় ২৭ এপ্রিল থানায় একটি মামলা হয়েছে। ৬ জন আসামীর ভিতর ৫ জন আদালত হতে জাবিন পেয়েছেন। বাকি ১ জন মহন পলাতক রয়েছে। নিহতের পরিবার হতে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।