হাইকোর্টের আদেশে আপত্তি রাষ্ট্রপক্ষের

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৬:১২ পিএম
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (৬ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইনজীবী আরশাদুর রউফ। চিন্ময়ের পক্ষে শুনানি করেন এম কে রহমান, জেড আই খান পান্না ও অপূর্ব কুমার ভট্টাচার্য।

চলতি বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট চিন্ময়ের জামিন প্রশ্নে ফেব্রুয়ারিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। সেই রায়ে তাকে স্থায়ী জামিন দেওয়া হয়। কিন্তু রায় ঘোষণার দিনই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

চেম্বার আদালত শুনানি শেষে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন এবং জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়া সাপেক্ষে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হবে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তখন বিষয়টির চূড়ান্ত শুনানি হবে।

২০২৩ সালের ২৫ অক্টোবর চিন্ময়ের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর, ৩১ অক্টোবর, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বিএনপির তৎকালীন স্থানীয় নেতা ফিরোজ খান বাদী হয়ে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

চিন্ময়কে গত বছরের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রাম আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় চারটি মামলা দায়ের হয় — যার মধ্যে একটি করেছেন আলিফের ভাই এবং তিনটি করেছে পুলিশ। মঙ্গলবার এসব মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। তার জামিন আবেদনের বিষয়ে আদালতের প্রতিটি ধাপে জটিলতা ও বিরোধ দেখা দিয়েছে। এমনকি, তার জামিন নামঞ্জুরের প্রতিবাদে আদালত প্রাঙ্গণেই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে