মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু সহ দুজন নিহত ও দুজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কামারখালী ও তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ছাতিয়ান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মুনতাসির জামান (১২) ও কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারিক হোসেন (২৬)।
সিন্দুরকৌটা গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম ও তারিকুল ইসলাম স্বারক জানিয়েছেন, মাদ্রাসা ছাত্র মুনতাসির জামান বাইসাইকেল চালিয়ে সিন্দুরকোটা গ্রামের দিকে আসছিল এ সময় বামন্দী এলাকা থেকে ছেড়ে আসা স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বা তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চালক তারিক হোসেন নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা হিন্দা গ্রামের সোহাগ হোসেন, ও পল্লী উন্নয়ন ব্যাংকের গাংনী শাখার মাঠ কর্মী আমজাদ হোসেন আহত হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।