শাহরাস্তিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৫, ০৬:১৮ পিএম
শাহরাস্তিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান  আদালত। মঙ্গলবার ৬ মে সকালে শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টারকে ২৫ হাজার টাকা,দি খান ডায়াগনষ্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও মর্ডান ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনিশিয়ানের  সার্টিফিকেট না থাকায় ও লাইসেন্স হালনাগাদ না থাকায়  বিভিন্ন অনিয়মের অভিযোগ ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টার,  দি খান ডায়াগনষ্টিক সেন্টার ও মডান ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযুক্ত ব্যক্তিকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযুক্তদেরকে জরিমানা করা হয়। 

এসময়  উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও সেনেটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের উপ পরিদর্শক ও সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে