বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে ২টি কুমির দেখার গুজব ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি কুমিরের সাতার কাটার দৃশ্য ভাইরাল হয়েছে। কুমিরের সাতার কাটার স্থানটি মুলাদী উপজেলার চরকালেখান জয়ন্তী নদী উল্লেখ করা হয়েছে। 'ভাইরাল' হওয়ার নেশার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিও আপলোড করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। অনেকে না জেনে ভিডিওটি শেয়ার করে মুলাদী উপজেলার জয়ন্তী ও আড়িয়াল খাঁ নদের পাড়ের মানুষকে সতর্ক করেছেন। কিন্তু উপজেলার জয়ন্তী নদীতে গত ২-৩ মাসের মধ্যে কোনো কুমির দেখা যায়নি বলে জানান স্থানীয় জেলেরা।
ফেসবুকে বিভিন্ন আইডিতে শেয়ার করা ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নদীতে দুটি কুমির সাতার কাটছে। ওই ভিডিওটি শেয়ার করে এম. মাহবুব হোসেন নামের আইডিতে বলা হয়, মুলাদী উপজেলার চরকালেখান জয়ন্তী নদীতে কুমির দেখা গেছে। সবাই সাবধানে থাকবেন। মো. সোহেল রানার আইডি থেকে একই ভিডিও আপলোড করে বলা হয়, আমাদের নদীতে কুমির, নদীতে সাতার কাটা ও মাছ ধরার সময় সাবধান থাকবেন।
একই ভিডিও বেলাল হোসেনের আইডি থেকে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, সাবধান থাকুন, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও চরকালেখান ইউনিয়ন বর্তি আড়িয়াল খাঁ নদীতে কুমির হামাগুড়ি দিয়ে দৌড়ে ছুটছে কি ভয়ানক অবস্থা। (বানান অপরিবর্তিত)। তরিকুল ইসলাম হিরন নামের ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করে লেখা হয়, মুলাদী উপজেলায় চরকালেখা ইউনিয়নে অবস্থিত জয়ন্তী নদীর দৃশ্য এটি। "বরিশাল"। এই আইডি থেকে ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ১হাজার ৩০০ বার শেয়ার হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে তরিকুল ইসলাম হিরণ জানান, অন্য একজনের আইডি থেকে ডাউনলোড করে তিনি ওই ভিডিওটি শেয়ার করেছেন। কুমির দেখার সত্যতার বিষয়টি জানা নাই তার।
চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসেন বলেন, জয়ন্তী নদীতে গত ২-৪ মাসে জেলেরা কোনো কুমির দেখেনি। ফেসবুকে ভিডিও ছড়িয়ে জয়ন্তী নদীতে কুমির দেখার কথা বলে গুজব ছড়ানো হচ্ছে।