বুধহাটায় ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৯ এএম
বুধহাটায় ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নিত্য ঘোষকে ভারী কিছু দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত নিত্য ঘোষের মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। জানাগেছে, ব্যবসায়ী নিত্য ঘোষ সোমবার হাটের বেচা কেনা শেষে রাত ৯.৩০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে বুধহাটা কাছারী বাড়ীর সন্নিকটে ফাঁকা স্থানে পৌঁছলে দুস্কৃতকারীরা প্রথমে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে হতভম্ভ হয়ে ঘুরতেই আরেক বাড়ি মারলে তিনি পড়ে যান। এসময় দুস্কৃতকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। ছিনতাইকারী একজনকে দেখতে পেয়েছেন, তার শরীর হালকা বলে জানান আহত ব্যবসায়ী। ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মনে ভীতির সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে