বিয়ের প্রলোভনে প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করে নগ্ন ছবি ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৭ মে) দুপুরে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম সাকিব আলী (২৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া বাদুরতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। র্যাব জানায়, সাকিব এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেপ্তারকৃত আসামি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং ছবি আসামি তার মোবাইলে ধারণ করে রাখে। ভুক্তভোগী আসামিকে বিয়ের প্রস্তাব দিলে আসামি ভুক্তভোগীর সঙ্গে নানা টালবাহনা শুরু করে। র্যাব আরও জানায়, একপর্যায়ে ভুক্তভোগী আসামিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামি তার মোবাইলে ধারণ করা নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী বাদী হয়ে মঙ্গলবার (৬ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাবের একটি চৌকষ আভিযানিক দল চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।