ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ উজ্জল, কালাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হারুন অর রশিদ বাকতা ইউনিয়নের বাকতা গ্রামের মৃত ঃ ডাক্তার হেলাল উদ্দিনের ছেলে। বজলুর রহমান কালাদহ ইউনিয়নের কালাদহ গ্রামের মৃতঃ আজিমুদ্দি মুন্সীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।