সুজানগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারমম্যানের ছেলে আহত

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৭ মে, ২০২৫, ০২:১৯ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০২:১৯ পিএম
সুজানগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারমম্যানের ছেলে আহত

পাবনার সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মতীন মৃধার ছেলে মোঃ কাঞ্চন মৃধা (২২) সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ওইদিন দুপুর ৩টার দিকে উক্ত কাঞ্চন তাদের তাঁতীবন্দস্থ বাড়ির পাশে অবস্থান করছিল। এ সময় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ী এবং লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার দু’টি হাত এবং একটি পা ভেঙ্গে যায়। বেধড়ক মারপিটের এক পর্যায়ে কাঞ্চন জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে পার্শ্ববর্তী একটি মাঠে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে