কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী বিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মুরগী বিতরন করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার উপজেলার কচাকাটা কলেজমাঠে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৩৩ জন সুফলভোগীর মাঝে সোনালী জাতের ১৩টি মুরগী ও ২টি করে মোরগ বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, কচাকাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদ প্রমুখ।