কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৩:৩৯ পিএম
কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামিনুর রহমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আড়াইটার সময় রাজধানী ঢাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামিনুর রহমান জেলার কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের দীন আলীর ছেলে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এসআই তকিবুর রহমানের নেতৃত্বে একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা মহল্লার একটি ভাড়া বাসা থেকে জামিনুরকে গ্রেফতার করে। সে দির্ঘদিন ধরে পলাতক ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে