কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৩:৫১ পিএম
কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসাীয়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় থানা পুলিশের একটি টিম এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার বাদেদিহি গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যাবসায়ি গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবু জেহেল ওরফে বাবু (৫৪) এবং কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, (বিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া আসছে।

বুধবার সকালে এসআই জাকারিয়া মাসুদ থানা পুলিশের একটি টিম উপজেলার বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে