দেবহাটায় পুলিশের অভিযানে ৩ আসামী আটক

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৬:৩০ পিএম
দেবহাটায় পুলিশের অভিযানে ৩ আসামী আটক

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে নিয়মিত মামলায় ৩ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় দোবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এসআই আদনান বীন আজাদ, এসআই রিয়াজুল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৫/২০২৫ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটার নওয়াপাড়া ইউপির রামনাথপুর এলাকা হতে আসামী ১।হোসেন আলী (৪৫), পিতা- মৃত শামসুর রহমান, গ্রাম- কালাবাড়ি়য়া,  ২। কাশেম আলী গাজী (৪৮), পিতা- মৃত শামসুর গাজী, গ্রাম- ঢেপুখালী, ৩। ইব্রাহীম হোসেন মুন্না (২১), পিতা- আব্বাস গাজী, গ্রাম- চর গোবিন্দপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে  ইং-০৭.০৫.২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে