দৌলতপুরে পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৭:২০ পিএম
দৌলতপুরে পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

 কুষ্টিয়ার দৌলতপুরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার আদাবাড়ি ইউনিয়নের দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বিএনজির আহমেদ বাচ্চুর পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে সব পুকুরের প্রায় ৫০ লাখ টাকার অধিক মাছ মরে ভেসে উঠেছে। এ ব্যাপারে বেনজির আহাম্মেদ বাচ্চু বলেন, আমি ৩টা পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, বোয়াল মাছ রুই কাতল মাছ সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। হঠাৎ করে গত রাত্রে কে বা কারা আমার সব পুকুরে বিষ প্রয়োগ করলে মাছগুলো সব মারা যায়। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার জেলার সংবাদ পড়তে