সেমিনার এবং সমাবেশ হবে সব তরুণদের

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করতে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৫, ০৭:৫৮ পিএম
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করতে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (৭ মে ২০২৫) চাঁদপুর  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনে এ প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের  সাধারণ সম্পাদক রাজীব আহসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের

১নং সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন

ও সহ সভাপতি মনির আলম চৌধুরী। 

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামসুল আরেফিন খানের   সঞ্চালনা এই প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান তার বক্তব্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরণের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসনভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয় এবং তাদের হাত ধরেই দেশে পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে।

রাজীব আহসান আরো বলেন, সেমিনার এবং সমাবেশে দেশের সব তরুণদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তাদের কথা শুনবো। সেমিনার এবং সমাবেশ হবে সব তরুণদের। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। সেই পথ ধরেই তিনি তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চান। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হলে কেউ আর এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

আপনার জেলার সংবাদ পড়তে