চাঁদপুর সদর উপজেলার আলিমপাড়া এলাকায় পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান।
জানা যায়, শহরের আলিম পাড়া প্রতাপ সাহা মন্দিরের বিপরীত পাশে অবস্থিত একটি জলাধার বালু ফেলে ভরাট করার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৫)-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া, পুকুরের চারপাশে দেয়া বেড়া ভেঙে ফেলা হয় এবং ভরাট করা অংশ পুনঃখননের নির্দেশ প্রদান করেন ম্যাজিস্ট্রেট। এসময় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানার একটি চৌকস পুলিশ টিম সক্রিয়ভাবে সহযোগিতা করেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন কার্যক্রমে স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।