কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দিনব্যাপি উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্সই বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পার্টনার স্কুলের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক, কীটনাশক কোম্পানীর প্রতিনিধি, ইমাম, সাংবাদিক সহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশ নেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলম বলেন, কৃষি জমিতে একই ফসল বারবার আবাদ না করে একাধিক ফসল আবাদ করতে হবে। বসত বাড়ির আঙ্গিনায় মরিচ, আদা, হলুদ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় শাক-সবজি চাষ করার পরামর্শ দেন। এছাড়াও বছরে একবার ফসলের জমিকে বিশ্রামের ব্যবস্থা করা ও মাটির খাদ্য হিসেবে ছয় মাসের অধিক সংরক্ষিত পঁচা গোবর ব্যবহার করলে জমিতে অধিক ফলন পাওয়া যায়। কর্মশালায় কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় কৃষি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য স্থানীয় ভাবে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসকে অবগত করার জন্য কৃষকদের পরামর্শ দেন তিনি।