পাকিস্তানে ভারতের হামলা ‘দুঃখজনক’, বলছে চীন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৪:০৪ পিএম
পাকিস্তানে ভারতের হামলা ‘দুঃখজনক’, বলছে চীন

পাকিস্তানে ভারতের বিমান হামলাকে ‘দুঃখজনক’ বলে মনে করে চীন। বেইজিং চায় উভয়পক্ষ যেন সংযম প্রদর্শন করে এবং এমন কোনও পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস আয়োজিত ’বাংলাদেশ-চীন ৫০ বছর সম্পর্ক: নতুন উচ্চতার দিকে’ শীর্ষক সেমিনারে বললেন,

“ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ৭ মে ভোরে ভারত পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়। চীন এটিকে দুঃখজনক বলে মনে করে এবং চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।”

তিনি আরও যোগ করে বলেন,

“ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী এবং সর্বদা থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

‘আজ বিশ্ব অস্থিরতা, অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বিকশিত হোক না কেন, চীন ইতিহাসের সঠিক দিকে এবং মানব অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে, বিশ্বের সবচেয়ে স্থিতিশীল, নিশ্চিত এবং শান্তিপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে’-যোগ করেন এ রাষ্ট্রদূত।

আপনার জেলার সংবাদ পড়তে