উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অসহায় ও গৃহহীন পরিবারগুলো কে মানবিক সহায়তা দিতে নির্মিত জলবায়ু সহিষ্ণু বসতঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে কয়রার ৯৪ টি পরিবার পেয়েছে নিরাপদ ও স্থায়ী আশ্রয়স্থল যা তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়েছে। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের দেওয়া বসতঘর হস্তান্তরের মধ্যে দিয়ে এই ঘর নির্মান প্রকল্প শেষ হওয়ায় তা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় দরিদ্র পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোঃ আজিজুল হক, সহকারি প্রকল্প পরিচালক মোজাম্মেল হক, জোনাল ম্যানেজার আজাদুল রহমান, প্রকল্প সমন্বয়কারি মোঃ ইউসুফ আলী, ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, মাসুম বিল্লাহ মিন্টু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, জলবায়ু সহিষ্ণু এ ঘর গুলো মানুষের বসতঘর নয় এটা উপকূলের মানুষের জন্য সম্মানের প্রতিক। আরও বেশি পরিবারকে এই সুবিধার আওতায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে । তিনি এ ধরনের প্রকল্প গ্রহন করায় সংস্থাকে ধন্যবাদ জানায়। জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মোঃ আজিজুল হক বলেন জলবায়ু সহিষ্ণু প্রতিটি ঘর ঘূর্ণিঝড় ও ঝলোচ্ছ্বাস মোকাবেলায় উপযোগী করে তৈরি করা হয়েছে। যেখানে উঁচু প্লাটফর্ম, শক্ত কনক্রিটের ভিত্তি, কনক্রিটের ছাঁদ ও সুরক্ষিত জানালা দরজা, একটি করে টয়লেট ও সুপেয় পানির ব্যাবস্থা রয়েছে। বসতঘর পাওয়া ইউসুফ আলী ও ছফেদা খাতুন দম্পতি বলেন, আমরা বেজায় খুশি হয়েছি। ৬ ছেলে আর ১ মেয়েকে নিয়ে এই ঘরে শান্তিকে বসত করতে পারবো।