খুলনায় লিচু বিক্রেতাদের সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৫:০০ পিএম
খুলনায় লিচু বিক্রেতাদের সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত

খুলনার নগরীর হেলাতলায় বুধবার (৭ মে) খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেন লিচু কিনতে গেলে সন্দেহ হয় যে এক মুঠোয় ৫০টি লিচু নেই। বিক্রেতা বলে আছে। তখন কয়েকটি লিচুর মুঠো গুনে এক এক মুঠোয় ৩৫, ৩৮ ও ৩৩ এর বেশি লিচু পাওয়া যায়নি। তখন সিএমএম মহোদয়ের সাথে বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন উপস্থিত ছিলেন। লিচু বিক্রেতাদেরকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক সাজা এবং জরিমানা প্রদান করতে চাইলে লিচু বিক্রেতারা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নিকট ক্ষমা চাইলে তাদেরকে প্রথমবারের মতো মাপ করে দিয়ে সতর্ক করে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে