দিনাজপুরের কাহারোল উপজেলায় উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় গতকাল। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মল্লিকা রানী এর সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ মোঃ খুরশিদ হাসান। প্রশিক্ষণে ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন দিনব্যাপী।