কালিয়াকৈরে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে আনোয়ার হোসেন(৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার রায়েরচালা এলাকার বশির খানের পুত্র আনোয়ার হোসেন কৌশলে শিশুটিকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আনোয়ার কে আটক করে।সে নিজেকে অপরাধী স্বিকার করে কানধরে উঠবস করে।ঘটনাটি পুলিশকে জানালে তারা এসে আনোয়ার কে আটক করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির (ওসি) আঃ সেলিম নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন কে গ্রেফতার করে। তাকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
তারিখ: ০৮-০৫-২০২৫ ইং
মোবাইল: ০১৭১২৮৮৬২২৯