গ্রেফতারের দাবী

কালিয়াকৈরে যুবদল নেতার গ্রেফতার দাবী এলাকাবাসীর মানববন্ধন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ১২ মে, ২০২৫, ০২:১৮ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৭:৪৫ পিএম
কালিয়াকৈরে যুবদল নেতার গ্রেফতার দাবী এলাকাবাসীর মানববন্ধন
কালিয়াকৈরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আরিফ ও মানিকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গোয়ালবাথান ইয়াসিন মার্কেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, মারফত আলী মেম্বার,শাহিন, সাঈফ ও মকবুলসহ অনেকে।

তারা দাবি করেন,স্থানীয় যুবদল নেতা আরিফ ও মানিক এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল।এদের কারনে এলাকায় ছাত্র যুবকদের মাঝে মাদক ছড়িয়ে পরেছে। এদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এলাকাবাসী জানান,আরিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় ৪/৫টি অভিযোগ রয়েছে। এবিষয়ে কথা বলতে আরিফের মোবাইল ফোন যোগাযোগ করা হলে আরিফ জানান,পারিবারিক বিষয় নিয়ে আমাকে হয়রানির উদ্দেশ্য এই ঘটনা প্রচার করা হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে