তালা উপজেলার মির্জাপুর বাজারে কাদের বকস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । ৮ মে বিকাল ৪ টায় ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডক্টর ফোরাম সাতক্ষীরা জেলা সভাপতি, ডাঃ মোরশেদুল হক, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল গফুর মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম,,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক এন,ডি,এফ সাতক্ষীরা জেলা সভাপতি ডাঃ আফতাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ, মাওঃ কবিরুল ইসলাম, ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ আব্দুল মাজেদ, ডা: আলাউদ্দিন ,ইবনে সিনা কোম্পানির এরিয়া ম্যানেজার নাজমুল হুসাইন, তালা উপজেলা ভিডিএফ সভাপতি ডাঃ আলাউদ্দীন মল্লিক , ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,আল যুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ আবু হাসান প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মানবতার সেবার মাধ্যমে, সমাজ পরিবর্তন করতে হবে । মহানবী হযরত মুহাম্মদ (সা:) সমস্যা শোনা মাত্রই অসহায় মানুষের পাশে এগিয়ে যেতেন । তিনি গরীব ,অসহায় রোগীদের সেবার জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।