আশাশুনিতে

লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনীর প্রস্তুতি সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১২ মে, ২০২৫, ০২:১৫ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৫, ০৮:০৯ পিএম
লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনীর প্রস্তুতি সভা

আশাশুনিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আতাহার আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন

প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৪ মে বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও স্ব স্ব উদ্ভাবিত সরঞ্জাম প্রদর্শন করবে ও সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে