শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুল, কলেজ, মাদ্রাসার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসার নুরোল ইসলাম ও কালব'র জেলা ব্যবস্থাপক পীযূষ কান্তি সরকার, কালব'র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যাপক মহিদুল ইসলাম, কালব'র ম্যানেজার রমা অধিকারী।
সমিতির আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন ঝিকরগাছা কালব'র সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমাইল হোসেন ড্যানি।