স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সৈয়দপুরে আ’লীগের ৭ নেতা গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০৭:১৯ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সৈয়দপুরে আ’লীগের ৭ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চল সফরে এসে সৈয়দপুর বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েন স্বরাস্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফলে তিনি পুলিশকে নির্দেশ দেন ২৪ ঘন্টার মধ্যে এজাহার নামীয় আওয়ামী নেতাদের গ্রেফতার করতে। উপদেষ্টার এমন নির্দেশনা পেয়েই বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৭ নেতাকে  গ্রেফতার করে। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি ফইম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন রায়। থানা পুলিশ ছাড়াও সদর পুলিশ ফাঁড়ি, গোলাহাট পুলিশ ফাঁড়ির অফিসার ও সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (৪৮), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের প্রচার সম্পাদক মাহবুব আলম (৩৮), একই সংগঠনের সদস্য আলতাফ হোসেন (৫৪), আওয়ামী লীগ কর্মী রশিদুল হক (৪৩), মো. সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও জুলফিকার আলী (৪৬)।

এদের মধ্যে শুধুমাত্র মাহবুব আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় শেখ আশিফুর রহমান বাবলুর দায়ের করা মামলার ৭১ নম্বর এজাহারভূক্ত আসামী।

৯ মে আসামীদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে প্রেরন করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে