রপ্তানি নির্ভরতা: এক পণ্যের ঘূর্ণিপাকে ঝুঁকিতে অর্থনীতি

এফএনএস | প্রকাশ: ৯ মে, ২০২৫, ০৭:২৯ পিএম
রপ্তানি নির্ভরতা: এক পণ্যের ঘূর্ণিপাকে ঝুঁকিতে অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পণ্যের-তৈরি পোশাক-উপর নির্ভর করে টিকে আছে। অথচ বিশ্ববাজারের গতিশীলতায় বৈচিত্র্য ও উদ্ভাবন ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগ সত্ত্বেও রপ্তানি বহুমুখীকরণ দৃশ্যমানভাবে সফল হয়নি। তৈরি পোশাক খাত এখনও দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়। এই নির্ভরতা যেমন সফলতার গল্প বলে, তেমনি বড় ঝুঁকিরও আভাস দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ২৬ শতাংশ করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি বাজারে স্পষ্ট আঘাত হেনেছে। কারণ, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান গন্তব্য বাজার। এভাবে হঠাৎ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ তৈরি করে, যা বহুমুখীকরণের অভাবে আরও তীব্র হয়ে ওঠে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩ হাজার ৭১৯ কোটি ডলারের রপ্তানির মধ্যে প্রায় ৩ হাজার ২৫ কোটি ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানির পরিমাণ মাত্র ৮৫ কোটি ডলার, যা প্রথম পণ্যের তুলনায় ২ হাজার ৯৪০ কোটি ডলার কম। এমনকি কৃষিপণ্য, সম্ভাবনাময় খাত হিসেবেও পরিচিত, মার্চ মাসে এর রপ্তানি কমেছে ২৫ দশমিক ৭২ শতাংশ। বাজার বৈচিত্র্যহীনতার পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি খাতের সীমাবদ্ধতা, কর নীতির জটিলতা এবং প্রশাসনিক দুর্বলতা রপ্তানিতে বৈচিত্র্য আনতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের জন্য সহজতর কর কাঠামো, দ্রুত শুল্ক প্রত্যাবাসন, বিদেশি মেলায় অংশগ্রহণে সহায়তা, নতুন পণ্যের গবেষণা ও উন্নয়নে অনুদানসহ বাস্তবসম্মত নীতিমালা দরকার। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পোশাক নয়, কৃষিপণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ওষুধ, প্লাস্টিকসহ সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে আনতে হবে। আমাদের রপ্তানিতে বৈচিত্র্য আনা এখন আর কেবল অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠেছে। বিশ্ববাজারের অনিশ্চয়তায় এক পণ্যের ওপর নির্ভরতা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এখনই সময় দৃঢ় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার-নয়তো বহির্বিশ্বের সামান্য টানাপোড়েনেই আমাদের অর্থনীতি বড় ধরনের ঝাঁকুনি খেতে পারে।