আশাশুনি দাখিল (আলিয়া) মাদ্রাসাকে আলিম স্তরের পাঠদানে অনুমতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাদ্রাসা পরিদর্শক মোহাম্মাদ নাছিমুল ইসলাম স্বাক্ষরিত পত্রে পাঠদানের অনুমতি প্রদান করা হয়। গত ৫ মে স্বাক্ষরিত অনুমতি পত্রে বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আলিম স্তরে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
আশাশুনি উপজেলা পর্যায়ে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি দাখিল স্তরে দক্ষতার সাথে পাঠদান করে আসছে। উপজেলার মাদ্রাসা শিক্ষার প্রসার ও মাদ্রাসা সমুহকে সুসংগঠিত করতে এই মাদ্রাসার ও মাদ্রাসা প্রধানসহ শিক্ষকদের নিরলস তত্ত্বাবধান প্রশংসনীয় হয়ে আছে। এলাকাবাসীসহ উপজেলার মাদ্রাসা সংশ্লিষ্টদের দাবী ছিল আশাশুনি দাখিল মাদ্রাসাকে আলিম স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হোক। বোর্ড কর্তৃপক্ষ পাঠদানের অনুমতি প্রদান করায় সর্বস্তরের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বোর্ড কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়েছেন।