বকশীগঞ্জে আ’লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৩:২৬ পিএম
বকশীগঞ্জে আ’লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোশারফ হোসেন মিরাজ একই এলাকার শহীদ মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে