বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এ দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। যে কারণে বিগত দিনের ন্যায় বিএনপি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে রয়েছে।
বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় অধ্যুষিত উপজেলা আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় (হিন্দু) অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা সচেতন রয়েছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। আমরা সবাই বাংলাদেশি। এ মাতৃভূমিতে একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এখানে কোনো ভেদাভেদ থাকবেনা।
শুক্রবার (৯ মে) রাতে রাজিহার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির মোল্লা, বিএনপি নেতা অ্যাপোলো তালুকদার, সনাতনী নেতা নবীন সরকার, পরিতোষ রায়, রবীন্দ্রনাথ গাইন, মন্টু লাল হালদার, যতীন্দ্র নাথ হালদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, আগৈলঝাড়া বিএনপির যুগ্ম- আহবায়ক ডা. মাহবুবুল ইসলাম, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা।