বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)'র সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মোল্লাহাট উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সিতাংশু কুমার সমাজপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাল্ব'র পরিচালক গ অঞ্চল শেখ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত, অধ্যক্ষ এল জাকির হোসেন, সাবেক সম্পাদক প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহমেদ। সঞ্চালনা করেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।