জুলাই গণ অভ্যুথ্থানে আহত সি ক্যাটাগরি যোদ্বাদের শনিবার বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, , জুলাই যোদ্বা হান্নান, ছাত্র প্রতিনিধি রেজাউল করিম,ইমাম হোসেন,মুহিত হাসান নিলয়,ঢাকার রামপুরা এলাকার ছাত্র প্রতিনিধি প্রিতম কুমার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, আহত যোদ্ধা সারমিন প্রমুখ। অনুষ্ঠানে ৮৫ জন জুলাই যোদ্বাকে ১ লক্ষ টাকা করে চেক বিতরন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।