কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৫:২৫ পিএম
কুয়াকাটায় সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাজেশ, তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগড় নীড়ে ওঠেন। সকাল দশটার দিকে তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একটু গভীরে গিয়ে ডুবে যায়। এসময় স্বজনদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে